ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইয়ারের জন্য ব্যথিত রানা, শূলে চড়ালেন নারিনদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০৪:৪৯

নীতিশ রানা ও বরুণ চক্রবর্তী। ছবি: আইপিএল নীতিশ রানা ও বরুণ চক্রবর্তী। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব একটা স্বস্তিতে নেই কলকাতা নাইট রাইডার্স। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয় এসেছে কেবল ২ ম্যাচে। যেই দুটি জয় এসেছে সেগুলো আবার শার্দুল ঠাকুরের ব্যাটিং নৈপুণ্যে কিংবা রিংকু সিংয়ে অবিশ্বাস্য ব্যাটিংয়ের বদৌলতেই এসেছে। এর বাইরে বাকি সময়টা রীতিমতো লেটার মার্ক তুলতে ব্যর্থ নাইটরা। বিশেষ করে দলের হতশ্রী বোলিংয়েই বেশি ডুবতে হচ্ছে দলটিকে।

রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে, ভেঙ্কাটেশ আইয়ারের ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে নাইট বোলারদের নির্বিষ বোলিংয়ে অনেকটাই হেসেখেলে সেটা টপকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যর্থতার শৃঙ্খল ভাঙতে ব্যর্থ হচ্ছেন সুনীল নারিন, বরুন চক্রবর্তীরা।

গুজরাটের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর টানা দুই হার। স্বাভাবিকভাবেই চাপে রয়েছেন কেকেআরের অধিনায়ক নীতিশ রানা। দলের এমন অবস্থায় দোষটা তাই বোলারদের উপরই দিয়েছেন নাইট অধিনায়ক। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রানা বলেছেন,‘ 'আমি বেশি কিছু বলতে চাই না। ইশান খুব ভালো ব্যাট করেছে নারিনের বিপক্ষে। আমার মনে হয়, পাওয়ারপ্লেতে আরও ভালো বোলিং করতে হবে আমাদের। আমি নিশ্চই আমাদের বোলিং বিভাগের সঙ্গে বসে আলাদা ভাবে কথা বলব। কারণ গত ম্যাচেও আমরা একই পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। এটা এই ভাবে চলতে পারে না। একটা-দুটো ম্যাচে এই পরিস্থিতি হতে পারে। তার মানে এই নয়, প্রায় সব ম্যাচেই এমন পরিস্থিতি তৈরি হবে। আমি কথা বলব সবার সঙ্গে। এবং আশা করছি আমরা দ্রুত কামব্যাক করতে পারব।'

এদিকে মুম্বাইয়ের বিপক্ষে হারের পেছনে ব্যাটারদের দায়ও দেখছেন কেকেআর অধিনায়ক। এদিন ভেঙ্কাটেশ আইয়ার বাদে ব্যর্থ হাতে ব্যর্থ ছিলেন দলের বাকিরা। অধিনায়কের মতে, আরও ১৫-২০ রান করতে পারলে ম্যাচ জেতা সম্ভব হত।

তিনি আরও বলেছেন, 'আমরা যদি ১৫-২০ রান আরও বেশি করতে পারতাম, তাহলে এই ম্যাচ আমরা জিততে পারতাম। তবে এর জন্য কৃতিত্ব দেওয়া উচিত পিয়ুস চাওলাকে (মুম্বাইয়ের বোলার)। পিয়ুস ভাই খুব ভালো বল করেছে। তবে খারাপ লাগছে ভেঙ্কির (ভেঙ্কাটেশ আইয়ার) জন্য। সেঞ্চুরি করেও ম্যাচ জিততে পারলাম না। খুব ভালো খেলেছে ও। খুব খারাপ লাগছে ওর জন্য।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...