ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অভিষেকে ব্যর্থ লিটন, অবশেষে জয়ের দেখা পেল দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩ ০৬:২৯

অভিষেকটা সুখকর হয়নি লিটনের। ছবি: আইপিএল অভিষেকটা সুখকর হয়নি লিটনের। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ আইপিএল অভিষেকে শুরুটা দারুণ করেছিলেন টাইগার তারকা লিটন দাস। প্রথম বলেই চোখ ধাঁধানো এক ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে খুলেছিলেম রানের খাতা। তবে দারুণ শুরুর ছন্দ ধরে রাখতে লিটন হয়েছেন ব্যর্থ৷ ৪ বলে ৪ রান করে বাতাসে ভাসিয়ে দেন ক্যাচ। তাতেই স্কয়ার লেগে ধরা পড়ে লিটনকে ধরতে হয়েছে ব্যর্থ। লিটনের ব্যর্থতার দিনে ব্যর্থ হয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজ বিহীন দিল্লি ক্যাপিটালস এদিন তুলে নিয়েছে প্রথম জয়।

বৃষ্টির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা পর শুরু হওয়ার ম্যাচে, টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। লিটন দাসের অভিষেক ম্যাচের দিনে দিল্লি একাদশ থেকে এদিন বাদ পড়েছিলেন আরেক টাইগার তারকা মুস্তাফিজুর রহমান। আগে ব্যাট করে এদিন নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে। এছাড়া আন্দ্রে রাসেল করেন ৩৮ রান।

জবাব দিতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সাথে চলতি আসরে টানা পাঁচ হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলা কলকাতা নাইট রাইডার্স পেয়েছে টানা তৃতীয় হারের স্বাদ।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...