ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পার্থক্য গড়ে দিলেন আর্শদীপ, জয়ের হাসি হাসল পাঞ্জাব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩ ০৬:২৬

আর্শদীপের দুর্দান্ত বোলিং। ছবি: আইপিএল আর্শদীপের দুর্দান্ত বোলিং। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। যেখানে ব্যাটারদের দাপটের পর ম্যাচের পার্থক্য একাই গড়ে দেন পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। তাতেই রান বন্যার ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঞ্জাব কিংস।

 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে স্যাম কারানের ব্যাটে চড়ে ২১৪ রানের পাহাড় গড়ে পাঞ্জাব কিংস। ৫টি চার ও ৪টি ছক্কায় ২৯ বলে স্যাম কারান করেন ৫৫ রান। এছাড়া ২৮ বলে হারপ্রিত সিং করেন ৪১ রান। শেষ দিলে ৭ বলে বিধ্বংসী ২৫ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা।

 

জবাব দিতে নেমে ক্যামেরুন গ্রিন ও সূর্যকুমার যাদবের ব্যাটে জয়ের কক্ষপথেই ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ চার ও ৩ ছক্কায় গ্রিন ফিরেছেন ৬৭ রান করে। অন্যদিকে ২৬ বলে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ৫৭ রান। জয়ের জন্য শেষ ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু আর্শদীপ সিংয়ের জোড়া উইকেট শিকারে মুম্বাই ম্যাচ হারে ১৩ রানে। ফলে আসরে চর্তুথ জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...