ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

৫ রানের নাটকীয় জয় মুস্তাফিজের দিল্লির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৩ ১৬:২০

জয় পেল দিল্লি। ছবি: আইপিএল জয় পেল দিল্লি। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর জমজমাট ৪৪তম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের ঘরের মাঠে লোস্কোরিং ম্যাচে দিল্লী ক্যাপিটালসের কাছে ৫ রানে হেরেছে গুজরাট টাইটেন্স। এর আগে দিল্লীর দেওয়া ১৩১ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানেই শেষপর্যন্ত থামে গুজরাটের ইনিংস।

শুরুতেই দিল্লী ক্যাপিটালস অধিনায়ক টসে জিতে ব্যাট করতে নেমে গুজরাটের পেইসার মোহাম্মদ সামির বোলিং তোপে ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। ব্যাট হাতে দিন ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে দিল্লী ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুতেই ফিল সল্টকে সাজঘরে ফিরান সামি। এরপরেই ২ রান করে রান আউটে কাটা পরে দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর পাল্লা দিয়ে দিল্লী টপ অর্ডার কে গুড়িয়ে দেন গুজরাট পেইসার সামি।

প্রিয়াম গ্রাগ, রাইলী রসু থেকে মানিষ পান্ডে সবাই ব্যাট হাতে চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছেন। মাঝে আক্সার প্যাটেল ও আমান খান মিলে ৫০ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যান। তবে সে জুটির শেষ হয় আক্সার প্যাটেল মোহিত শর্মার বলে ২৭ করে সাজঘরে ফিরলে। তবে এদিন আমান খান তার আইপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫১ রান করে রশিদ খানের বলে আউট হন আমান। শেষদিকে রিপালের ১৩ বলে২৩ রানের ছোট্ট ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান স্কোরবোর্ডে যোগ করে দিল্লী ক্যাপিটালস।

১৩১ রান তাড়া করতে নেমে অনেকটা দিল্লীর মতো ব্যাটিং বিপর্যয়ে পরে হার্দিক পান্ডিয়ার গুজরাট। যেখানে প্রথম ওভারেই খলিল আহমেদের বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেন ঋদ্দীমান সাহা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সুভমান গিলও। নর্কিয়ার বলে ৬ রান করেই সাজঘরের পথ ধরেন গিল। এরপর বিজয় শংকর বেশিক্ষণও ক্রিজে টিকটে পারেনি। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অভিনব মনোহর মিলে ৬২ রানের জুটি গড়ে গুজরাট কে ম্যাচে ফেরানোর চেষ্টক করেন।

তবে তা বেশি সময় হতে দেয়নি দিল্লী ক্যাপিটালস বোলারা। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশত তুলে নেন অধিনায়ক পান্ডিয়া। কিন্তু শেষদিকে নর্কিয়ার এক ওভারে পর পর তিন ছক্কা হাকিয়ে ৭ বলে ২০ রান করে গুজরাট কে জয়ের কাছে নিয়ে যান রাহুল টেওয়াটিয়া। তবে শেষ ওভারে ইশান্ত শর্মার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষমেশ ৫ রানের জয় তুলে নেয় দিল্লী ক্যাপিটালস।

দিল্লীর জয়ে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ ও ঈশান্ত শর্মা।

দল হারলেও বল হাতে দারুণ খেলে ম্যাচ সেরা হয়েছেন গুজরাট টাইটেন্সের পেইসার মোহাম্মদ সামি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...