ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

লিটনের বদলি খুঁজে পেল কলকাতা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২৩ ২১:৫১

জনসন চার্লস ও লিটন দাস। ফাইল ছবি জনসন চার্লস ও লিটন দাস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে একটার বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি টাইগার তারকা ওপেনার লিটন দাসের। বাকি সময়টায় এই ওপেনারকে থাকতে হয়েছে বেঞ্চে জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় আগেভাগেই আইপিএলে পাট চুকিয়ে দেশে ফিরেছেন লিটন। 

আয়ারল্যন্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ দল পাড়ি জমিয়েছে ইংল্যান্ডে। একটু দেরিতে হলেও দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন লিটন দাস। এদিকে লিটনের অনুপস্থিতিতে বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় তারকাকে এবার দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিটন না থাকায় তার শূন্যস্থান পূরণে বিপিএলে লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ জনসন চার্লসকে দলে নিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

এক বিবৃতিতে চার্লসলে দলের নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআরের পক্ষ থেকে। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জনসন চার্লস। লিটনের অনুপস্থিতিতে দলে একজন টপ অর্ডারের ঘাটতি থাকায়, বিদেশি কোটায় কলকাতা দলে নিয়েছে চার্লসকে।

বিশ্বজুড়ে ফ্র‍্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো চার্লস এবারই প্রথমবার ডাক পেয়েছেন আইপিএলে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন পর গত বছর'ই করেছিলেন প্রত্যাবর্তন। সুযোগ পেয়েই গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৩৯ বলে হাঁকিয়েছিলেন এক বিস্ফোরক সেঞ্চুরি। এখন পর্যন্ত দুইশ'র বেশি টি-টোয়েন্টি খেলা চার্লস, প্রায় ২৭ গড়ে করেছেন সাড়ে ৫ হাজারের বেশি রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...