আইপিএল শেষ রাহুলের, খেলা হচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
প্রকাশিত: ৫ মে ২০২৩ ২৩:৩১

নট আউট ডেস্কঃ অজিদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে একের পর এক বড় ধাক্কা খেয়েই যাচ্ছে ভারত। চোটের কারণে ইতিমধ্যেই ফাইনালে দর্শক হয়ে থাকতে হচ্ছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারকে। এবার দুঃসংবাদ বনে নিয়ে এলেনে লোকেশ রাহুল। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চোটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেলেন রাহুল।
গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান লোকেশ রাহুল। সেই চোট এবার আইপিএল থেকেই ছিটকে দিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ককে। এমনকি আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও হচ্ছে না এই টপ অর্ডার ব্যাটারের।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বাউন্ডারি আটকাতে গিয়ে নিতম্বের চোটে পড়েন রাহুল। তখনই খানিকটা অনুমান করা যাচ্ছিল, চোট বেশ গুরুতরই। এরপর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে। যদিও দলের প্রয়োজনে পরবর্তীতে লক্ষ্ণৌর ব্যাটিংয়ের সময় নেমেছিলেন ১১ নম্বরে। তবে চোটের অবস্থা গুরুতর হওয়ায়, দৌড়ে রান নেওয়ার অবস্থায় ছিলেন না রাহুল।
শেষ পর্যন্ত ম্যাচটাও আর জেতা হয়নি লক্ষ্ণৌর। ম্যাচ শেষেই ধারণা করা হচ্ছিল, চলতি আইপিএলে আর মাঠে নামা হচ্ছে না তার। এবার সেই শঙ্কাই হয়েছে সত্যি, আইপিএলের বাকি অংশে রাহুলের সার্ভিস পাচ্ছে না লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এদিকে আগামী ৭ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হাতে এক মাস সময় থাকলেও ফাইনালে রাহুলের সার্ভিস পাচ্ছে না ভারত তা নিশ্চিত হয়ে গেছে।
শুক্রবার রাহুল নিজেই জানিয়েছেন, তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল বলেছেন, ‘আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।’
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: