ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ছিটকে যাওয়া রাহুলের বিকল্পে লক্ষ্ণৌতে করুণ নায়ার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৭:৪৬

করুণ নায়ার। ফাইল ছবি করুণ নায়ার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চোটের কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। শেষ চারের দৌড়ে থাকা লক্ষ্ণৌ তাই রাহুলের বিকল্প খুঁজে নিতে খুব একটা করেনি দেরি। রাহুলের ছিটকে যাওয়ার একদিনের মাথায়, ভারতের আরেক অভিজ্ঞ ক্রিকেটার করুণ নায়ারকে দলে ভিড়িয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি। 

করুণ নায়ার আইপিএলের নিলামে ছিলেন অবিক্রীত। তবে, রাহুলের ছিটকে যাওয়ায় এবার কপাল খুলেছে তার। ভিত্তিমূল ৫০ লাখ ভারতীয় টাকায় তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো করুন, ক্যারিয়ারকে করতে পারেনি খুব একটা সমৃদ্ধ। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ এই অভিজ্ঞ ক্রিকেটার।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে অভিষেক হয়ে করুণ নায়ারের। সবশেষ ২০২২ সালে রাজস্থান রয্যালসের জার্সিতে খেলেছেন তিনি। এছাড়া দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও মাতিয়েছেন মাঠ। 

আইপিএলে এখন পর্যন্ত ৭৬ ম্যাচ খেলা করুণ নায়ার প্রায় ২৪ গড়ে করেছেন দেড় হাজার রান। প্রায় ১৩০ স্ট্রাইক রেটের সঙ্গে রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি। এদিকে ভারতের হয়ে করুণ নায়ার খেলেছেন ৬টি টেস্ট ও ১টি ওয়ানডে। এর মধ্যে চেন্নাইয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৩০৩ রানের দুর্দান্ত এক ইনিংস। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...