সল্ট ঝড়ে বিধ্বস্ত ব্যাঙ্গালুরু
প্রকাশিত: ৭ মে ২০২৩ ০৬:১৪

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ৫০তম ম্যাচে নিজেদের ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে ৭ উইকেট আর ২০ বল হাতে রেখে বিশাল জয় তুলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। ব্যাঙ্গালোরর দেওয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজের জয় তুলে নেয় দিল্লী ক্যাপিটালস।
এর আগে দিল্লীর অরুণ জেটলী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোরর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ব্যাট হাতে নেমে দুই ওপেনার ডুপ্লেসি ও বিরাট কোহলি মিলে ৮২ রানে যোগ করেন। এরপরেই ফাফ ডুপ্লেসি মিচেল মার্সের বলে ৩২ বলে ৪৫ রান করে ক্যাচ আউট হন। দুই নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েল এদিন কোনো রান করার আগেই নিজের খেলা প্রথম বলেই সাজঘরে ফিরেন মিচেল মার্সের বলে। তবে এরপর ব্যাট হাতে নামা লমরোর কে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে দলকে নিরাপদ সংগ্রহের দিকে নিয়ে যান বিরাট কোহলি। আউট হওয়ার আগে কোহলি তুলে নেন অর্ধশতক। ব্যাট হাতে লমরোর এদিন দিল্লী বোলারদের তুলোধুনো করে তুলে নেন নিজের ফিফটি। শেষ পর্যন্ত তার অপরাজিত ২৯ বলে ৫৪ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৮১ রানের সংগ্রহ দাড় করায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরো।
যার জবাব দিতে নেমে এদিন ব্যাট হাতে শুরু থেকেই ব্যাঙ্গালুরো বোলারদের উপর তান্ডব চালিয়েছে দিল্লীর দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। দুইজন মিলে ৫ ওভার খেলেই ৬০ রান যোগ করে। এরপরই ওয়ার্নার কে সাজঘরে ফিরান জস হ্যাজিলোড। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ২২ রান। তবে এদিন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন ফিল সল্ট। দুই নম্বরে নামা মিচেল মার্স কে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে দলকে জয়ের আরো কাছে নিয়ে যান দুইজন। ফিল সল্ট কে দিন ব্যাট হাতে আউট হওয়ার আগে ৪৫ বল খেলে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। যেখানে ছিল ৮ টি চার ও ৬ ছক্কার সাহায্য খেলেন এই ইনিংস। এরপর ব্যাট হাতে দিল্লীর ম্যাচ জয়ের বাকী কাজ শেষ করেন মিচেল মার্স ও রাইলি রসু।
শেষ পর্যন্ত রসুর ২২ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে মাত্র ১৬.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লী ক্যাপিটালস।
ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন দিল্লী ক্যাপিটালস ব্যাটসম্যান ফিল সল্ট।
-নট আউট/এএডি/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: