পুরান ঝড়ে উড়ে গেল হায়দ্রাবাদ
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০২:৩৭

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ৫৮তম ম্যাচে নিজেদের ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদ কে ৭ উইকেটে হারিয়েছে লখনউ সুপার জায়ান্ট। শুরুতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৮২ রান যোগ করে হায়দ্রাবাদ। যা তাড়া করতে নিকোলাস পুরাণ ঝড়ে নেমে ১৯.২ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্ট।
এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্দী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজেস অধিনায়ক এডেন মার্করাম। তবে অধিনায়কের এমন সিদ্ধান্ত কে কার্যকর প্রমাণ করতে পারেনি হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা। দলীয় ১৯ এবং নিজের ৭ রানের মাথায় ইয়াধবীরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। ২য় উইকেট নামা রাহুল ত্রিপাটি ও আন্মুলপ্রিট সিং মিলে ঝড় গতিতে রান তুলতে শুরু করলেও তা বেশিক্ষন স্থায়ী হতে দেয়নি হায়দ্রাবাদ পেইসার ইয়াশ ঠাকুর। ১৩ বলে ২০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ত্রিপাটি। তার পর পরই অমিত মির্শার বলে ক্যাচ আউট হয়ে ৩৬ রান করে আউট হন আন্মুলপ্রিট সিং। মাঝে অধিনায়ক মার্করামের ব্যাট হাতে আসে ২০ বলে ২৮ রান। তবে হায়দ্রাবাদ ইনিংসের শেষ দিকে সব আলো নিজেদের দিকে কেড়ে নেন ক্লাসেন ও আব্দুল সামাদ। তাদের দুইজনের ঝড় ৫৮ রানের জুটিতে ১৮২ রান স্কোরবোর্ডে যোগ করে সানরাইজ হায়দ্রাবাদ। ইনিংসের শেষ অব্দি এই দুইজন মিলে রীতিমতো তান্ডব চালিয়েছেন লখনউ বোলারদের উপর। যেখানে ২৯ বলে ৪৭ আসে ক্লাসেনের ব্যাট থেকে আর আব্দুল সামাদ অপরাজিত থাকে ২৫ বলে ৩৭ রান করব। লখনউয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন অধিনায়ক কোনাল পান্ডিয়া।
হায়দ্রাবাদের দেওয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই কাইল মায়ার্সের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লখনউ সুপার জায়ান্ট। তবে ২য় উইকেট জুটিতে ডি-কুক ও প্রিরাক মানকাড মিলে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়ের সামালদেন। তবে বেশিদূর তা আর স্থায়ী হতে দেয়নি হায়দ্রাবাদ স্পিনার মার্খান্ডে।তার বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন ডি-কুক। তবে এরপরেই ম্যাচের গতিপথ বদলে দেন মার্ক স্টয়নেস ও প্রিরাক মানকাড। তারা দুইজন মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকে লখনউয়ের স্কোরবোর্ডে। মার্ক স্টয়নেসের ২৫ বলে ৪০ রানের তান্ডব ও সাথে মানকাডের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা অবস্থা পরে যায় হায়দ্রাবাদ বোলাররা। মার্ক স্টয়নেস অভিষেক শর্মার বলে সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে মানকাড তার আইপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। তবে শেষ দিকে ম্যাচের সব আকর্ষণ নিজের দিকে নিয়ে নেন নিকোলাস পুরাণ। তার ১৩ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংসের ভর করে ১৯.২ ওভারেই জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্ট। পুরাণের এই দানবীয় ইনিংসে ছিল মোট ৪টি ছক্কা ও ৩টি চার।
ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন লখনউ সুপার জায়ান্টের প্রিরাক মানকাড।
-নট আউট/এএডি/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: