‘আরও ৫ বছর আইপিএল মাতাবেন ধোনি’
প্রকাশিত: ২১ মে ২০২৩ ০০:২০

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই একটা জিনিস ছিলো বেশ আলোচনা — এটাই কি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? মৌসুমের শেষ দিকে এসেও যেন সেই আলোচনা থামার নাম নেই। এবার সেই আলোচনায় সামিল হলেন খোদ চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।
সাবেক এই অজির কাছে ধোনির অবসর প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ধোনি আরও পাঁচ বছর খেলতে পারেন। অন্তত ধোনির ফিটনেস ও ছয় মারার সক্ষমতা সেটাই বলে।
মাইক হাসি বলেছেন, ‘সে আরও পাঁচ বছর খেলতে পারে। সে ভালো ব্যাটিং করছে এবং তাঁর খেলায় কঠোর পরিশ্রম দেখা যাচ্ছে। ছয় মারার ক্ষমতা আছে তার। যতদিন তিনি খেলা উপভোগ করছেন এবং দলের জন্য অবদান রাখছেন, ততদিন তাঁর খেলা উচিত। আর পাঁচ বছর তার না খেলার কোনও কারণ নেই।’
অবশ্য চলতি আইপিএলে শুরু থেকে ধোনি হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন। মাঠেও বেশ কয়েকবার সেটি লক্ষ্য করা গেছে। যার কারণে অল্প কয়েক ওভারের জন্য ধোনিকে ব্যাট করতে দেখা যায়।
ধোনির ইনজুরি প্রসঙ্গে মাইক হাসি বলেছেন, ‘এটা স্পষ্ট যে শেষ কয়েক ওভারেই তিনি নামতে চান। তার হাঁটু ১০০ শতাংশ ফিট নয় এবং সে কারণেই তিনি ১০ নম্বর, ১১ নম্বর বা ১২ তম ওভারে খেলতে আসেন না। তাকে যাতে দ্রুত রান করতে না হয় সে কারণেই তিনি এটি করেন, কারণ এটা তার হাঁটুতে চাপ সৃষ্টি করবে।’
‘তিনি যতক্ষণ সম্ভব ব্যাট করতে আসা এড়িয়ে চলেন, যাতে ইনিংসের শেষে দ্রুত খেলতে পারেন। তিনি শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডুর উপর অনেক বিশ্বাস রেখেছেন।’ যোগ করে বলেছেন হাসি।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: