আইপিএল: প্লে-অফে কার প্রতিপক্ষ কে!
প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৬:২৯

নট আউট ডেস্কঃ দশ দলের লড়াই শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) চলতি আসরে প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। রবিবার রাউন্ড রবিন লিগের শেষ দিনে এসে, চতুর্থ দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্ট করেছিল শেষ চার নিশ্চিত।
১৪ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। প্রতিপক্ষ হিসেবে হার্দিক পান্ডিয়ার দল সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট অর্জন করা চেন্নাই সুপার কিংসকে। যেখানে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। হারলেও অবশ্য সুযোগ রয়েছে ফাইনালে খেলার। সেক্ষেত্রে প্রথম এলিমিনেটর ম্যাচে জেতা দলের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের।
এদিকে চেন্নাইয়ের সমান ১৭ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যার কারণে এলিমিনেটরে খেলবে ক্রুনাল পান্ডিয়ার দল। প্রতিপক্ষ হিসেবে লক্ষ্ণৌ পাচ্ছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। প্রথম এলিমিনেটরে জয়ী দল খেলবে দ্বিতীয় এলিমিনেটরে। এরপরেই মিলবে ফাইনালে যাওয়ার টিকিট। অবশ্য প্রথম এলিমিনেটরে হারলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
এক নজরে আইপিএলের প্লে-অফের সূচি:
ম্যাচ | দল | তারিখ |
প্রথম কোয়ালিফায়ার | গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস | ২৩মে |
প্রথম এলিমিনেটর | লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ২৪মে |
দ্বিতীয় এলিমিনেটর | ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল | ২৬মে |
ফাইনাল | ১ম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম ২য় এলিমিনেটরে জয়ী দল | ২৮মে |
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: