গিল-মোহিতে চড়ে টানা দ্বিতীয় ফাইনালে গুজরাট
প্রকাশিত: ২৭ মে ২০২৩ ০৭:১৬

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) এর ফাইনালে যাওয়ার ২য় কোয়ালিফাইয়ারে উত্তেজনাপূর্ন লড়াইয়ে নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটেন্স ৬২ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে গিয়েছে। যেখানে ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এর আগে গুজরাটের দেওয়া ২৩৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১৭১ রানেই অল আউট হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে গুজরাট টাইটেন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আর আগে ব্যাট করতে নেমে ফর্মে থাকা শুভমান গিল ও ঋধিমান সাহা মিলে উড়ন্ত সূচনা এনে দেন গুজরাট টাইটেন্সকে। দুইজন মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৫৪ রান। এর পরেই ঋধিমান সাহা স্টাম্পিং হয়ে ফিরে যান ১৬ বলে ১৮ রান করে। তবে এরপরেই খেলার সব আলো নিজের দিকে কেড়ে নেন গুজরাটের ওপেনার শুভমান গিল। তিন নম্বরে নামা সাই সুদর্শন কে নিয়ে ১৩৪ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়ে গুজরাটের ব্যাটিংয় ইনিংসের মোর ঘুরিয়ে দেন শুভমান গিল। বলা চলে গিল একাই গুজরাট কে টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের পথে। এসময় রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন শুভমান গিল। তার একের পর এক বাউন্ডারিতে রীতিমতো দিশেহারা অবস্থা হয় মুম্বাইয়ের বোলারদের। এক প্রকার তান্ডব চালিয়ে শুভমান গিল এবারের আসরের তার তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তবে তার ইনিংস কেবল সেঞ্চুরি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি আউট হওয়ার আগে ৬০ বলে খেলে ১২৯ রানের টর্নেডো এক ইনিংস খেলে তরুণ এই ক্রিকেটার। তার ইনিংস সাজানো ছিল দশটি ছক্কা ও সাতটি চার দিয়ে। অন্যদিকে দিকে সাই সুদর্শন করেন ৩১ বলে ৪৩ রান। শেষ দিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ১৩ বলে ২৮ রানের ছোট্ট ক্যামিও ইনিংসে ভর করে ২৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে গুজরাট টাইটেন্স।
গুজরাটের দেওয়া ২৩৪ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাট হাতে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও নেহাল। এই দুইজনই মোহাম্মদ সামির বলে আউট হন। যেখানে রোহিত শর্মা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আরেকবার। তার ব্যাট থেকে আসে ৮ রান আর নেহাল করেন ৪ রান। তবে ৩য় উইকেট জুটিতে ৪৯ রানের জুটি গড়ে মুম্বাইকে ম্যাচে ফেরাম তীলক বার্মা ও সূর্য কুমার যাদব মিলে। তবে তা আর বেশি সময় স্থায়ী হতে দেয়নি গুজরাট স্পিনার রশিদ খান। তার বলে বোল্ড হয়ে চড়াও হয়ে খেলতে থাকা তীলক বার্মা ১৪ বলে ৪৩ রান করে আউট হন। পরে ক্যামেরুন গ্রিন ও সূর্য কুমার মিলে মুম্বাইয়ের হয়ে দ্রুত রান তোলার চেষ্টা চালান। তবে দলীয় ১২৪ রানে জশ লিটলের বলে গ্রিন ২০ বলে ৩০ করে আউট হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সূর্য কুমার অনেকটা একাই লড়াই করেন মুম্বাইয়ের হয়ে। তার সাথে থাকা কোনো ব্যাটসম্যান এদিন গুজরাট পেইসার মোহিত শর্মার বোলিংয়ের সামনে দাড়াতে পারেনি। বল হায়ে তার একের পর এক আঘাতে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৭১ রানেই অল আউট হয় মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ বলে ৬১ রান করে সূর্য কুমার। আর বল হাতে অসাধারণ বল করে ১০রান খরচ করে ৫ উইকেট শিকার করেন গুজরাটের বোলার মোহিত শর্মা। আর তাতেই মুম্বাই কে ৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটেন্স।
ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন গুজরাট টাইটেন্স ওপেনার শুভমান গিল।
-নট আউট/এএডি/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: