ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

চেন্নাইয়ের পঞ্চম নাকি গুজরাটের দ্বিতীয়! 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ১৬:৩৬

আইপিএলের ফাইনাল আজ। ফাইল ছবি আইপিএলের ফাইনাল আজ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পর্দা নামার অপেক্ষায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। দশ দলের ৭৩ ম্যাচের লড়াই শেষে ফাইনালে উঠেছে, আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এনিয়ে দশম আইপিএল খেলতে নামবে ধোনির চেন্নাই, অন্যদিকে গত আসরেই নাম লেখানো গুজরাট উঠেছে টানা দ্বিতীয় ফাইনালে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রবিবার।

প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। এই নিয়ে দশবার ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করেছে ধোনিরা। যদিও আগের নয় বারের মধ্যে মাত্র চারবার আইপিএল ট্রফি জিতেছিল চেন্নাই। এবার আরও একবার আইপিএল ট্রফি জিততে পারলে মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ট্রফি জেতার রেকর্ড গড়বে দলটি।

অন্যদিকে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট। গতবার রাজস্থান রয্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতেছিল হার্দিক পান্ডিয়ার দল। আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংসকে।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...