ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বেরসিক বৃষ্টিতে রিজার্ভ ডে’তে আইপিএলের ফাইনাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৩ ০১:৪০

দুই ফাইনালিস্ট ধোনি ও পান্ডিয়া। ছবি: আইপিএল দুই ফাইনালিস্ট ধোনি ও পান্ডিয়া। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ আহমেদাবাদে চেন্নাই সুপার কিংস ও গুজরাটের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠেছিল চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। একই মাঠে আজ (রবিবার) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে আসরের। তবে টুর্নামেন্টের শুরুর ম্যাচের ন্যায় চেন্নাই ও গুজরাটের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে টুর্নামেন্ট। 

রেকর্ড দশম বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স ডিফেন্ডিং তকমা গায়ে মেখেই নামছে মাঠে। যদিও বৃষ্টির কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও গড়ায়নি টস। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস করা যায়নি। তাই ম্যাচ শুরু হতেও বিলম্ব হচ্ছে।

বেরসিক বৃষ্টিতে টস পেছানোর পর, শুরু হয় বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস। যেকারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরেও খেলার জন্য মাঠ উপযোগি হয়ে উঠেনি। এমনকি বাতাসের কারণে মাঠের কিছু অংশের কাভার উড়ে যায়, যার ফলে মাঠের বিভিন্ন জায়গায় পানিও জমতে শুরু করে। 

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আসে ম্যাচ বাতিলের ঘোষণা। যেকারণে আগামীকাল আবার মাঠে আসতে হবে দুদলকে। কেননা, ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা ছিল আগে থেকেই। তবে রিজার্ভ ডে’তেও যদি খেলা শেষ না করা যায়, তাহলে আইপিএল ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে টেবিল টপার গুজরাট টাইটান্স হবে চ্যাম্পিয়ন। 

পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী শিরোপার ক্ষেত্রে লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে ফাইনালের যে দল পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল, তাদের হাতেই উঠবে শিরোপা। লিগ পর্বের খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল গুজরাট টাইটান্স, অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই সুপার কিংস।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...