আইপিএলকে বিদায় জানালেন রায়ডু
প্রকাশিত: ২৯ মে ২০২৩ ০৪:১৭

নট আউট ডেস্কঃ অভিমানে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন আগেই। এবার ৩৭ বছর বয়সী আম্বাতি রায়ডু ভারতীয় তারকা বিদায় বলে দিলেন আইপিএলকেও। চেন্নাই সুপার কিংসের জার্সিতে গুজরাটের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই হয়ে যাচ্ছে রায়ডুর আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ।
রোববার (২৮ মে) আইপিএলের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সুপার এই ধামাকার আগেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার এক টুইট বার্তায় অবসরের ঘোষণাটি রায়ডু নিজেই করেছেন নিশ্চিত।
টুইটারে তিনি লেখেন, 'দুটি অসাধারণ দলের অংশ হওয়া; মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসে, ২০৪ ম্যাচ, ১৪টি মৌসুম, ১১টি প্লে অফ, ৮টি ফাইনাল, ৫টি শিরোপা! আশা করি আজ রাতে ষষ্ঠটিও হবে। এটা দারুণ একটা সফর ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতের ফাইনালটি আইপিএলে আমার শেষ ম্যাচ হবে। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টটিতে খেলাটা দারুণ উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। পেছনে তাকানোর সুযোগ নেই।'
২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হচ্ছে আম্বাতি রায়ডুর। এরপর দলটির হয়ে সাবেক এক ভারতীয় তারকা জিতেছেন তিনটি আইপিএল শিরোপা। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন তিনি। সেখানেও সাফল্য ধরা দিয়েছে তার। চেন্নাইয়ের জার্সিতে। ২০১৮ ও ২০২১ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ে রায়ডু রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
উল্লেখ্য, আইপিএলে এখন পর্যন্ত ২০৩টি ম্যাচ খেলেছেন আম্বাতি রায়ডু। যেখানে ১২৮ স্ট্রাইক রেট ও ২৮ গড়ে করেছেন ৪২৩৯ রান। আইপিএলের ইতিহাসে দ্বাদশ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: