সুদর্শনের বিধ্বংসী ইনিংসে রান পাহাড়ে গুজরাট
প্রকাশিত: ৩০ মে ২০২৩ ০৪:১১

নট আউট ডেস্কঃ পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন গুজরাট টাইটান্সের ব্যাটার সাই সুদর্শন। তবে গিল-রশিদ খানদের ভীড়ে সেভাবে আলো কাড়তে পারেননি। অবশেষে আইপিএল ফাইনালের মতো বড় মঞ্চেই পারফর্ম করেই যেন সব আলো একাই নিয়েছেন কেড়ে। অবশ্য খানিকটা আক্ষেপ নিয়েই ছেড়েছেন মাঠ, ততক্ষণে গুজরাটকে তুলে দিয়েছেন রান পাহাড়ে।
তিন নম্বরে ব্যাট করতে নেমে আয়াই সুদর্শন খেলেছেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। শুরুটা খানিকটা নড়বড়ে করলেও এরপরই রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেন। যদিও মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তবে সুদর্শনের ৪৭ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৬ রানের ইনিংসে চড়েই ৪ উইকেটে ২১৪ রান তুলেছে গুজরাট টাইটান্স। পঞ্চম শিরোপা গড়ে তুলতে তাই চেন্নাই সুপার কিংসকে করতে হবে ২১৫ রান।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: