ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মন্ট্রিয়ল টাইগার্সের আইকন হলেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ১৭:২২

মন্ট্রিয়ল টাইগার্সের আইকন হলেন সাকিব। ছবি: টুইটার মন্ট্রিয়ল টাইগার্সের আইকন হলেন সাকিব। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চাহিদাটা আকাশচুম্বী। কদিন আগেই লঙ্কান প্রিমিয়ার লিগে ড্রাফটের আগেই পেয়েছেন দল। বিশ্বজুড়ে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো সাকিব এবার নাম লেখালেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে।

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের নাম। এছাড়া ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলও থাকছেন সাকিবের সঙ্গে মন্ট্রিল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে। এছাড়া অজি তারকা ক্রিস লিনকেও দলে ভিড়িয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

এদিকে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছে ভ্যাঙ্কুভার নাইটস। একই দলে আছেন দক্ষিণ আফ্রিকার র‍্যাসি ভ্যান ডার ডুসেনও। এছাড়া সারে জাগুয়ার্সের আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ।

সাকিব আল হাসান ছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এই টাইগার তারকাকে দলে ভিড়িয়েছে সারে জাগুয়ার্স। লিটনের সঙ্গে একই দলে রয়েছে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা। দলটির হেড কোচের দায়িত্ব সামলাবেন সাবেক ভারতীয় ক্রিকেটার লালচান্দ রাজপুত।

করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে কানাডার এই লিগ। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এ লিগ। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। ৬ দলের এ টুর্নামেন্টে প্রতি দলে থাকবেন ১৬ জন করে খেলোয়াড়। এর মধ্যে দুজন থাকবেন আইকন ক্রিকেটার। 

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...