ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তিনদিনে চার ম্যাচ খেলবেন নারিন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ২১:০০

সুনিল নারিন। ফাইল ছবি সুনিল নারিন। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যারিবীয় তারকা সুনিল নারিনের চাহিদাটা আকাশচুম্বী। বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটেই দাপিয়ে বেড়ান তিনি। যদিও তার দল ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাইয়ে করেছে যাচ্ছেতাই পারফরম্যান্স। তাতেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলা হচ্ছে না ক্যারিবিয়ানদের।

ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো নারিন এবার এক ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেকারণে ৩ দিনে এই ক্যারিবীয়কে পাড়ি দিতে হবে প্রায় ৯ হাজার কিলোমিটার। এর মাঝেই খেলবেন চারটি ম্যাচ। অবিশ্বাস্য হলেও এমনই এক ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাবেন এই ক্যারিবীয় তারকা। 

বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, দম ফেলার সময় পাচ্ছেন না নারিন। আর তাই খুব স্বল্প সময়ের মধ্যে এত বেশি বিমান ভ্রমণ এবং ম্যাচ খেলতে হচ্ছে তাকে। সুনিল নারিন যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে খেলছেন লস এঞ্জেলেস (এলএ) নাইট রাইডার্সের হয়ে। একই সঙ্গে তিনি চুক্তিবদ্ধ রয়েছেন ইংল্যান্ডের ভাটালিটি ব্লাস্টের ক্লাব সারের সঙ্গেও। দুই লিগেই প্রায় একই সময়ে খেলা। আর এ কারণেই তিনদিনে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে নারিনকে।

এই মূহুর্তে ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট খেলার জন্য সুনিল নারিন রয়েছেন ইংল্যান্ডে। সারের হয়ে গ্রুপ পর্বের ১৪ ম্যাচের সবকটি খেলার পর খেলেছেন কোয়ার্টার ফাইনালে। আবার শুক্রবার রাতেই মেজর লিগ ক্রিকেটে উদ্বোধনী ম্যাচ এলএ নাইট রাইডার্সের হয়ে খেলবেন নারিন। শুক্রবার রাতে ওই ম্যাচ খেলেই শনিবার সকালে ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনালে সামারসেটের বিপক্ষে এজবাস্টনে খেলবেন তিনি।

সারে যদি সেমিফাইনাল জিতে যায়, তাহলে একই দিন সন্ধ্যায় এসেক্স কিংবা হ্যাম্পশায়ারের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে সারে। ফাইনাল খেলার পরই নারিন উড়াল দেবেন যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশ্যে। সেখানে এলএ নাইট রাইডার্সের দ্বিতীয় ম্যাচ এমআই নিউ ইয়র্কের বিপক্ষে।

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...