নতুন সিদ্ধান্তে নারিন
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ ০১:৪২

নট আউট ডেস্ক: যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে আরও বেশি সময় দেয়া এবং এই লিগে নিজের দল লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে আরও বেশি মনযোগি হতে তিনদিনে ৯০০০ মাইল বিমান ভ্রমণের পরিকল্পনা বাদ দিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিন।
দু’দিন আগেই বিস্ময়জাগানিয়া খবর প্রকাশিত হয়েছিলো, যুক্তরাষ্ট্রের এমএলসি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার জন্য ৭৫ ঘণ্টায় (প্রায় তিনদিন) আটলান্টিকের এপাড় আর ওপাড়ে ডালাস থেকে বার্মিংহ্যামে মোট ৯ হাজার মাইল (প্রায় ১৪ হাজার কিলোমিটার) বিমান ভ্রমণ করবেন সুনিল নারিন। আর এই সময়ের মধ্যে তিনি খেলবেন মোট ৪টি ম্যাচ।
একজন মানুষের জন্য কাজটা কতটা কঠিন, সেটা ভাবতেই সিউরে উঠেছিলেন অনেকে। আবার কেউ কেউ বলছেন, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্ব এতটাই বেড়েছে যে, ক্রিকেটারদের দম ফেলারও ফুরসত হয়ে উঠছে না।
আজ শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্রের এমএলসির (মেজর লিগ ক্রিকেট) উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা সুনিল নারিনের নেতৃত্বাধীন এলএ নাইটরাইডার্সের। কথা ছিল এই ম্যাচ খেলে কাল (শনিবার) সকালেই ম্যানচেস্টারে ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনালে সারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে খেলতে আসার কথা তার।
ওই ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর ২.৩০ মিনিটে। সেমিফাইনাল জিতলে সন্ধ্যায়ই ফাইনালে খেলার কথা নারিনের। এরপরদিন আবারও যুক্তরাষ্ট্রে গিয়ে এমএলসিতে দ্বিতীয় ম্যাচ খেরার কথা তার। অর্থ্যাৎ, ৭৫ ঘণ্টায় ৯০০০ মাইল পাড়ি দিয়ে চারটি ম্যাচ খেলার কথা ক্যারিবীয় এই তারকার।
কিন্তু এমএলসিতে খেলতে গিয়েই পরিকল্পনায় পরিবর্তন আনেন নারিন। বৃহস্পতিবার সারে তাদের এক বিবৃতিতে জানিয়েছে, বুধবারই নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে শেষ দিনের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি। এমএলসিকে বেশি গুরুত্ব দিতে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সুনিল নারিনের এই সিদ্ধান্তে খুব হতাশ সারের কর্মকর্তারা। কারণ, আগের ১৫ ম্যাচে তিনি ২০টি উইকেট নিয়েছেন। ব্যাটও করেছিলেন দারুণ। তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী। তবুও নারিনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: