ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তাসকিনের পর লঙ্কান লিগে খেলার প্রস্তাব পেলেন হৃদয়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ ০২:০৫

তাওহীদ হৃদয়। ফাইল ছবি তাওহীদ হৃদয়। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজরকাড়া পারফর্মেন্স করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী টাইগার তারকা তাওহীদ হৃদয়। পুরষ্কার স্বরুপ এই টপ অর্ডার ব্যাটার ডাক পেয়েছেন জাতীয় দলেও। সুযোগ পেয়েই তাওহীদ হৃদয় করেছেন বাজিমাত। অল্প কদিনেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। এবার প্রথমবারের মতো ডাক পেয়েছে বিদেশি লিগ থেকেও।

শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তাওহীদ হৃদয় হৃদয়। গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের টপঅর্ডার এই ব্যাটারকে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব মালিকের স্থলাভিষিক্ত হিসেবেই কয়েক ম্যাচের জন্য জাফনার থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। 

এর আগে লঙ্কান লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তাকা পেসার তাসকিন আহমেদ। জিম আফ্রো টি-টেন খেলতে এই পেসার বর্তমানে অবস্থান করছেন জিম্বাবুয়েতে। তাসকিনকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা।

উল্লেখ্য, লঙ্কান লিগ শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে বাংলাদেশের কোন আন্তর্জাতিক সূচি নেই। লঙ্কান লিগের পরপরই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া মিশন শুরু করবেন তামিম-সাকিবরা। আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে আগামী সপ্তাহেই ২৫-৩০ জনের একটি প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...