সুপার ওভারে গড়ানো ম্যাচে জিতল সাকিবের গল টাইটান্স
প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ০২:২৭

নট আউট ডেস্কঃ লঙ্কান প্রিমিয়ার লিগের সোমবারের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিবের গল টাইটান্স ও ডাম্বুলা অরা। নাটকীয় এই ম্যাচে সুপার ওভারে জয় তুলে নিয়েছে সাকিবের গল টাইটান্স। কলম্বোয় এদিন আগে ব্যাট করা গল টাইটান্স সংগ্রহ করে ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি। জবাবে নাটকীয় ম্যাচে শেষ ওভারে ১৫ রান তুলে সুপার ওভারে ম্যাচ নিয়ে যায় ডাম্বুলা অরা। সুপার ওভারে অবশ্য হেসেখেলেই জয় তুলে নেয় গল টাইটান্স।
কলম্বোয় এদিন ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের উইকেট হারায় ডাম্বুলা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। এই দুজনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ডাম্বুলা। তৃতীয় উইকেটে এই দু'জন যোগ করেন ৭৬ রান।
৪ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৪০ রান করা কুশলের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দলীয় ৯৯ রানের মাথায় ধনাঞ্জয়ার উইকেট হারায় ডাম্বুলা। ফেরার আগে ৫ চার ও ১ ছক্কায় ৩১ বলে ধনাঞ্জয়া খেলেন ৪৩ রানের ইনিংস। ডাম্বুলার এই দুই সেট ব্যাটারকেই ফেরান দাসুন শানাকা। এরপর সাদিরা সামারাবিক্রমাকে তুলে নেন সাকিব আল হাসান।
শেষ দিকে অ্যালেক্স রস ধরেন ডাম্বুলার হাল। মাঝে তাকে কিছুটা সঙ্গে দেন রাবিন্দু (১৩) ও হায়ডেন কের (২০)। শেষ ওভারে জয়ের জন্য ডাম্বুলার প্রয়োজন ছিল ১৬ রানের। কাসুন রাজিথার করা ফাইনাল ওভারে, ১ চার ও ১ ছক্কায় অ্যালেক্স রস সেই সমীকরণ নিয়ে আসেন ২ বলে ৪ রানে। বাকি দুই বল থেকে ডাম্বুলা ৩ রানের বেশি তুলতে না পারলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
৩ চার ও ১ ছক্কায় অ্যালেক্স রস অপরাজিত থাকেন ৩৯ রানে। গল টাইটান্সের পক্ষে ৩ উইকেট নেন দাসুন শানাকা। এছাড়া কাসুন রাজিথার শিকার ২ উইকেট। ২৫ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান।
সুপার ওভারে আগে ব্যাট করে কাসুন রাজিথার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ রানের বেশি তুলতে পারেনি ডাম্বুলা অরা। জবাব দিতে নেমে ভানুকা রাজাপাকসে ১টি করে চার ও ছক্কায় ২ বলেই গলের জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে গল টাইটান্স। ৫ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন ভানুকা রাজাপাকসে। শেষ দিকে ২ চার ও ৪ ছক্কায় ২১ বলে ঝড়ো ৪২ রানের ইনিংস খেলেন দাসুন শানাকা। এছাড়া শেভন ড্যানিয়েল ৩৩ ও সাকিব করেন ২৩ রান। ডাম্বুলার পক্ষে শাহনেওয়াজ দাহানি নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: