ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ডাম্বুলার কাছে পাত্তা পেল না হৃদয়ের জাফনা কিংস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৪:০৩

হেসেখেলে জয় তুলে নেয় ডাম্বুলা অরা। গেটি ইমেজ হেসেখেলে জয় তুলে নেয় ডাম্বুলা অরা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখেছে তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। মঙ্গলবারের দিনের প্রথম খেলা জাফনাকে হেসেখেলেই হারিয়েছে ডাম্বুলা অরা। কলম্বোয় এদিন আগে ব্যাট করা জাফনা মাত্র ১২৯ রান তুলতে পারে। জবাবে ৮ উইকেট ও ২২ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় ডাম্বুলা।

১৩০ রানের টার্গেট কলম্বোর মন্থর উইকেটে খুব একটা সহজ ছিল না ডাম্বুলার জন্য। তবে উদ্বোধনী জুটিতেই ডাম্বুলাকে উড়ন্ত সূচনা এনে দেন আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। জাফনার ব্যাটাররা যেখানে রান তুলতে হিমশিম খেয়েছে, সেখানেই ডাম্বুলার দুই ওপেনার হেসেখেলে তুলেছে রান। তাতেই উদ্বোধনী জুটিতে ডাম্বুলা পায় ৭৬ রানের জোট।

হাফ সেঞ্চুরি তুলে নেন আভিষ্কা ফার্নান্দো। এরপরই সাজঘরে ফিরেন এই ওপেনার। ফেরার আগে ৬ চার ও ৩ ছক্কায় ৩২ বলে করেন ৫২ রান। এরপর ৪ চার ও ১ ছক্কায় আরেক ওপেনার কুশল মেন্ডিস ফিরেন ২৯ রানে। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা ও কুশল পেরেরা। সাদিরা একপ্রান্তে সংগ্রাম করলেও, অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাট করেন পেরেরা। তাতেই জয়টা সহজ হয়ে যায় ডাম্বুলার।

শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে ১৬.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ডাম্বুলা। ৩ চার ও ২ ছক্কায় পেরেরা অপরাজিত থাকেন ৩৪ রানে৷ সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ২২ বলে ১২ রান। 

এর আগে ব্যাট করা জাফনা কিংস ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করে। ৫ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার চারিত্রা আসালাঙ্কা। এছাড়া ২০ বলে তাওহীদ হৃদয় করেন ২৪ রান। ডেভিড মিলার ও রহমান উল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ১৪ রান করে। ডাম্বুলার পক্ষে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...