ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এলপিএলে হেরেই চলছে সাকিবের গল টাইটান্স

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০৫:২৬

দাপুটে জয় ডাম্বুলা অরার। ছবি: টুইটার দাপুটে জয় ডাম্বুলা অরার। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ টানা তিন হারে আগে থেকেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল সাকিবের গল টাইটান্স। প্লে-অফে আশা বাঁচিয়ে রাখতে এদিন তাই ডাম্বুলা অরার বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোন পথ ছিল না সাকিবদের জন্য। কিন্তু এমন ম্যাচেই ডাম্বুলার কাছে অসহায় আত্নসমর্পণ করেছে। ফলে ডাম্বুলার টেবিলের চূড়ায় উঠার দিনে প্লে-অফে উঠাই এখন শঙ্কায় গলের।

দুই দুয়েকের বিরতি কাটিয়ে শুক্রবার মাঠে ফিরছিল চলমান লঙ্কান প্রিমিয়ার লিগ। কলম্বোতে দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করা গল টাইটান্স সংগ্রহ করে ১৩৩ রানের পুঁজি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক দাসুন শানাকার ব্যাট থেকে। ১৩ বলে সাকিবের ব্যাট থেকে আসে ১৩ রান। জবাব দিতে নেমে ওপেনার আভিস্কা ফার্নান্দোর আনবিটেন ৭০ রানে ভর করে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ডাম্বুলা অরা। গলের পক্ষে ২০ রানে সাকিব নেন ১ উইকেট। 

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডাম্বুলাকে এনে দেয় উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দো। ১৮ রান করা কুশলের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ফার্নান্দোকে সঙ্গ দেম সাদিরা সামারাবিক্রমা। এই দু'জনের ব্যাটে জয়ের কক্ষপথে থাকে ডাম্বুলা।

হাফ সেঞ্চুরি তুলে নেন আভিস্কা ফার্নান্দো। দলীয় ৮৩ রানের মাথায় ২৫ রান করা সামারাবিক্রমার বিদায়ে ভাঙে এই জুটি। এরপর কুশল পেরেরাকে তুলে গলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকিব। তবে আভিস্কা ফার্নান্দোর ব্যাটে দাপুট দেখিয়েই জয় তুলে নেয় ডাম্বুলা। শেষ পর্যন্ত ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় পায় টেবিল টপাররা। ৩টি করে চার ও ছক্কায় ৭০ রানে ম্যাচসেরা হয়েছেন আভিস্কা ফার্নান্দো। গলের পক্ষে দুই উইকেট নেন লাহিরু কুমারা। ২০ রানে ১ উইকেট শিকার সাকিবের।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...