ঢাকা | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

এলপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস

তাসকিন আফতাব
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ২০:৫৯

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত সপ্তাহেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে এসেছিলেন লিটন দাস। এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকেও খেলার ডাক পেলেন তিনি। টেবিলের তলানিতে থাকা গল টাইটান্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন লিটন। সেখানে সতীর্থ হিসেবে লিটন পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অবশ্য একই দলে আছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ মিঠুনও।

প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেই জিততে হবে গল টাইটান্সকে। আর তাত আজই লিটনের শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে প্রথমবার লঙ্কান লিগে খেলতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। 

এদিকে সাকিব-মিঠুন ছাড়াও এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে সুযোগ পাওয়া এই বাঁহাতি অবশ্য এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। অন্যদিকে এলপিএলে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। 

উল্লেখ্য, গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে প্রায় ২২ গড়ে ৭ ইনিংসে করেছেন ১৫২ রান। অন্যদিকে এলপিএলে ৬ ম্যাচ খেলা গল টাইটান্স অবস্থান করছেন পয়েন্ট টেবিলে সবার নিচে। টানা দুই জয়ে আসর শুরু করলেও হেরেছে পরের চার ম্যাচেই।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...