ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জাফনাকে হারিয়ে শীর্ষে উঠল ক্যান্ডি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩ ০৪:০৬

জয় পেল ক্যান্ডি। ছবি: টুইটার জয় পেল ক্যান্ডি। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে জাফনা কিংস ও বি লাভ ক্যান্ডি। শীর্ষে দুইয়ে থেকে প্লে-অফের টিকিট কাটতে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দু'দল। যেখানে জাফনাকে ৮ রানে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের চূড়ায় উঠেছে ক্যান্ডি।

কলম্বোয় এদিন আগে ব্যাট করে মোহাম্মদ হ্যারিসের ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বি লাভ ক্যান্ডি। জবাব বেশ ভালোই লড়াই করে জাফনা কিংস। কিন্তু রক্ষে আর হয়নি, থামে ১৭০ রানে। ফলে, ৮ রানের জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ক্যান্ডি। অন্যদিকে ৭ ম্যাচ খেলা জাফনা ৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের তিনে।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় জাফনা কিংস। নিসান মাধুশকা ফিরেন ৮ রান করে, ১ রানে ফিরেন রহমান উল্লাহ গুরবাজ। এরপর চারিত্রা আসালাঙ্কাও ফিরে যান এক ডিজিটের ঘরে থেকে। এই তিন জনকে ফিরিয়ে জাফনাকে রীতিমতো ধ্বংসস্তূপে ফেলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন ক্রিস লিন ও শোয়েব মালিক। 

এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে জাফনা। এই দু'জনের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে জাফনা। ২৭ রান করা লিনের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর মালিককে সঙ্গ দেন ডেভিড মিলার। কিন্ত ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যান্ডি।ঝড় তোলার আভাস দিয়েও ২৪ রানে ফিরে যান মিলার।

এরপর নেমেই ঝড় তোলেন থিসারা পেরার। তাতেই ম্যাচে ফেরার চেষ্টা করে জাফনা। কিন্তু ২টি করে চার ও ছক্কায় ৩৬ রানে পেরেরার বিদায়ে ফের ম্যাচে ফিরে ক্যান্ডি। শেষ দিকে শোয়েব মালিক হাফ সেঞ্চুরি তুলে নিলেও লাভ হয়নি তাতে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে জাফনার ইনিংস। ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন মালিক। ক্যান্ডির পক্ষে ৩ উইকেট নেন ম্যাথিউস। নুয়ান প্রদিফের শিকার ২ উইকেট। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বি-লাভ ক্যান্ডি। ১০ চার ও ২ ছক্কায় মোহাম্মদ হ্যারিস করেন ৮০ রান। এছাড়া ফখর জামান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে আসে ২২ রান করে। জাফনার পক্ষে নুয়ান থুসারা নেন ৩ উইকেট। দিনুথ ও মাধুশাঙ্কার শিকার ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...