প্লে-অফের আশা জিইয়ে রাখল কলম্বো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ১৭:২২

নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছিল বি-লাভ ক্যান্ডি। অন্যদিকে প্লে-অফের আশা জিইয়ে রাখতে এদিন জিততেই হতো কলম্বো স্ট্রাইকার্সকে। আগের ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পাওয়া টেবিলের তলানির দল কলম্বোর জন্য ম্যাচটা তাই ছিল বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ক্যান্ডিকে হারাতে খানিকটা বেগ পেতেই হয়েছে কলম্বোকে। শেষ পর্যন্ত দারুণ এক জয়ে আসরে টিকে থাকল দলটি।
কলম্বোতে এদিন আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং কেইসের গড়ে স্বাগতিকরা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যান্ডি। শেষ দিকে আসেন বান্দারা, আসিফ আলিরা লড়াই করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে ক্যান্ডির ইনিংস। ফলে, ৯ রানের জয়ে আসরে টিকে থাকল কলম্বো।
এদিন ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় ক্যান্ডি। এরপর তিনে নামা সাহান আরচ্চিগের উইকেটও দ্রুত হারায় দলটি। তবে নেমেই ঝড় তোলেন ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফখর জামানকে নিয়ে পার করেন দলীয় পঞ্চাশ রানের গণ্ডি। ভুল বুঝাবুঝির শিকার হয়ে ১১ রান করা ফখরের বিদায়ে ভাঙে এই জুটি।
এরপর ঝড় তোলা হাসারাঙ্গাকে ফিরিয়ে কলম্বোকে ম্যাচে ফেরান জেফরি ভ্যান্ডারসে। ফেরার আগে ৬ চার ও ১ ছক্কায় ২১ বলে হাসারাঙ্গা করেন ৪০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যান্ডি। শেষ দিকে ১৫ বলে ৩৫ রান করে ক্যান্ডিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন আসিফ আলি। তাকে দারুণ সঙ্গ দেন আসেন বান্দারা।
কিন্তু কলম্বোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৬০ রানে থামে ক্যান্ডি। ফলে ৯ রানের কষ্টার্জিত জয়ে আসরে টিকে থাকে কলম্বো। স্বাগতিকদের পক্ষে পাথিরানা ও জেফরি ভ্যান্ডারসে নেন ২ উইকেট করে।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে কলম্বো। ৪ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার প্রাথুম নিশাঙ্কা। এছাড়া নিপুন ধনাঞ্জয়া করেন ৪০ রান। মোহাম্মদ নওয়াজ ২১ ও চামিকা করুনারত্নের ব্যাট থেকে আসে ১৭ রান। ক্যান্ডির পক্ষে ২ উইকেট করে নেন ইসুরু উদানা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: