ব্যাট হাতে ব্যর্থ সাকিব-লিটনরা, ফাইনালে ডাম্বুলা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩ ০১:৪৬

নক্ট আউট ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ডাম্বুলা অরা। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে সাকিব-লিটনদের গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। ব্যাটে হাতে এদিন ব্যর্থতার পরিচয় দিয়েছেন টাইগার দুই পোস্টার বয় সাকিব-লিটন। যদিও বল হাতে বরাবরের মতোই ধারাবাহিকতা ধরে রেখেছেন সাকিব।
কলম্বোতে এদিন আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে গল টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন লাসিথ ক্রসপুলে। লিটনের ব্যাট থেকে আসে ৮ রান, সাকিব করেন ১৯ রান৷ জবাব দিতে নেমে মেন্ডিস, পেরেরাদের ব্যাটে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ডাম্বুলা। হেরেও অবশ্য ফাইনালে উঠার সুযোগ থাকছে গলের।
১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ব্যাটে উড়ন্ত সূচনা করে ডাম্বুলা অরা। উদ্বোধনী জুটিতে এই দু'জন যোগ করেন ৩৩ রান। ২৪ রান করা আভিস্কার বিদায়ে ভাঙে এই জুটি। সাকিবের বলে তাকে স্ট্যাম্পিং করেন লিটন দাস। এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে দলীয় পঞ্চাশ পেরোয় কুশল। দলীয় ৬৪ রানের মাথায় সাদিদা ফিরেন ১৩ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। দু'জনই বেশ সাবলীল সামলায় গলের বোলারদের। দুই কুশলের ব্যাটে চড়েই দলীয় একশ পার করে ডাম্বুলা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর দলীয় ১৩৩ রানের মাথায় ৪৯ রান করে ফিরেন কুশল মেন্ডিস।
অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। কিন্তু দলকে জয়ের বন্দরে রেখেই তিনি ফিরেন সাজঘরে। ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় পেরেরা করেন ইনিংস সর্বোচ্চ ৫৩ রান। শেষ পর্যন্ত ২ বল ও ৬ উইকেট হাতে রেখেই ফাইনালের টিকিট কাটে ডাম্বুলা।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: