স্টোকসের দেখানো পথে হাঁটলেন জো রুট
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩ ১৪:৩৫

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ এই তারকা জো রুট। মানসিকভাবে সতেজ ও ফিটনেস ইস্যুতে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে জো রুটের স্বদেশী বেন স্টোকসও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আইপিএলের রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়া) পর্বের আজকেই (২৬ নভেম্বর) ছিল শেষ দিন। শেষ মূহুর্তে এসেই আসন্ন আইপিএলের ১৭তম আসরকে না করে দিয়েছেন রুট। গত মৌসুমে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই রুটকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। যদিও আইপিএলে অভিষেক তিন ম্যাচের বেশি খেলা হয়নি রুটের। এবার নাম প্রত্যাহার করে নেওয়ায়, নিলামের ড্রাফট থেকেও নাম তুলে নিলেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
রুটের নাম প্রত্যাহারের বিষয়ে রাজস্থান রয়েলসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা বলেন, ‘রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন, তিনি আইপিএল ২০২৪-এ অংশ নিবেন না। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সব কিছুতে তার সাফল্য কামনা করি।’
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: