ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কামিন্সকে পেছনে ফেলে রেকর্ড মূল্যে বিক্রি স্টার্ক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫

আইপিএলের সবচেয়ে দামী দুই ক্রিকেটার। গেটি ইমেজ আইপিএলের সবচেয়ে দামী দুই ক্রিকেটার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। এই ইংলিশ তারকাকে কিনতে সেবার পাঞ্জাবকে গুনতে হয়েছিল সাড়ে আঠারো কোটি রুপি। আইপিএলের ১৭তম আসরে অ্যাকশনে কারানের সেই রেকর্ডটা ভেঙে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। রেকর্ড গড়া মূল্যে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। অজি অধিনায়ককে কিনতে হায়দ্রাবাদকে গুনতে হয়েছে ২০ কোটি ৫০ লাখ রুপি।

কামিন্সের সেই রেকর্ডটা অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ঘণ্টাখানেকের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নেন কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ক। রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা কোন ক্রিকেটারের রেকর্ড। 

আইপিএলের এবারের আসরে স্টার্কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে দিল্লি ক্যাপিটালস বিড ওপেন করে। এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই স্টার্কের দাম উঠিয়েছিল ৮ কোটি রুপি। এরপর বিডে অংশ নেয় কলকাতা নাইট রাইডার্স। নাইটদের দেখাদেখি বিডে অংশ নেয় গুজরাট টাইটান্স। লড়াইটাও এরপর চলে এই দুই ফ্র‍্যাঞ্চাইজির মধ্যে। শেষ পর্যন্ত গুজরাটকে পেছনে ফেলে রেকর্ড মূল্যেই স্টার্কের ঠিকানা হয় কলকাতার। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...