ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৪ ১৮:৫৫

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ছবি: ফরচুন বরিশাল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ছবি: ফরচুন বরিশাল

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একই দলের হয়ে খেলবেন তিন টাইগার তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন বিপিএলে এই তিনজনই মাঠ মাতাবেন ফরচুন বরিশালের জার্সিতে। দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকায়, এতোদিন খানিকটা ধোঁয়াশাই ছিল কে হবে ফরচুন বরিশালের অধিনায়ক।

মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি মেহেদী মিরাজের নামটাও উচ্চারিত হচ্ছিল একাধিকবার। তবে, রিয়াদ কিংবা মিরাজ নয়! বিপিএলে ফরচুন বরিশালকে প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দিবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। আজ (সোমবার) দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবুল বলেছেন, 'হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।'

গত সপ্তাহে ব্যাটিংয়ের সময় খানিকটা চোট পেয়েছিলেন তামিম। তাই বিপিএলের শুরুর দিকে এই ওপেনারকে পাওয়া নিয়ে খানিকটা ছিক সংশয়। এদিকে সেই সংশয়ও দূর করেছেন ফরচুন বরিশালের কোচ। তামিমের ফিটনেসের বর্তমান অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেছেন, 'আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। এরকম কিছু মনে হয়নি (ফিটনেসের ঘাটতি) আমার কাছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দ্যেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিল।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...