লভ্যাংশ ভাগাভাগি না হলে বিপিএল থেকে সরে যাবে কুমিল্লা
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ ১৩:১৪

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের অন্যতম সফল দলটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে এখন পর্যন্ত ছয়বার অংশ নিয়ে চারবারই শিরোপা জিতেছে দলটি। সবশেষ দুই আসরের শিরোপাও ঘরে তুলেছে কুমিল্লা। অথচ সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সই কিনা বিপিএলে অংশ না নেওয়ার দিয়েছে হুমকি। লভ্যাংশ ভাগাভাগি না হলে বিপিএল থেকে সরে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না বলেই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল।
দিন দুয়েক বাদে পর্দা উঠতে যাওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাফিসা কামাল। সেখানেই সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আইপিএল কিংবা পিএসএলের মতো বিপিএলের রাজস্ব ভাগাভাগি চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই প্রসঙ্গে নাফিসা কামাল বলেছেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে (বিপিএলের সবকটি ফ্র্যাঞ্চাইজি) সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে।’
বিপিএলের রাজস্ব ভাগাভাগির কাঠামো তৈরি করতে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকেও বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি নাফিসা কামাল৷ তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক।’
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: