ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নে বিভোর তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ১৮:৪৮

তাসকিন আহমেদ। ছবি: দুর্দান্ত ঢাকা তাসকিন আহমেদ। ছবি: দুর্দান্ত ঢাকা

নট আউট ডেস্কঃ জাতীয় দলের টাইগার পেসার তাসকিন আহমেদের পথচলা বছর দশেকের। ঘরোয়া ক্রিকেটে এই পেসারের পদার্পণটা এক যুগ আগেই৷ দীর্ঘদিন ধরেই জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে তাসকিন দিয়ে আসছেন সার্ভিস। দীর্ঘ এক ক্যারিয়ারে নামের পাশে অনেক কিছুই অর্জন করেছেন ঢাকার এই পেসার। যদিও এখন পর্যন্ত অধিনায়কত্ব করার স্বাদটা পাননি এই পেসার।

জাতীয় অথবা ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত কখনোই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা হয়নি তাসকিনের। গেলবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারের বিপিএলেও ঢাকার হয়েই মাঠ মাতাবেন তাসকিন। যদিও ফ্র‍্যাঞ্চাইজি বদলে ‘দুর্দান্ত ঢাকা’ রূপেই আবির্ভূত হয়েছে নতুন এই ফ্র‍্যাঞ্চাইজির। 

দুর্দান্ত ঢাকার অধিনায়কের দৌড়ে অবশ্য এইবার তাসকিন আহমেদও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলটির দায়িত্বটা পেয়েছেন মোসাদ্দেক সৈকত। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাই সৈকতকে রাখে এগিয়ে। যদিও হতাশ থাকতে হয়নি তাসকিনকেও। সৈকতের ডেপুটি হিসেবেই বিপিএল মাতাবেন তিনি।

এখনই না হলেও কোনো একদিন জাতীয় দলকেও অধিনাকত্ব করার স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ। বিপিএল শুরুর আগে আজ (বৃহস্পতিবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে নিজের এই ইচ্ছা এবং স্বপ্নের কথা জানান তিনি। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে তাসকিন বলেন, ‘অবশ্যই ইচ্ছা এবং স্বপ্ন আছে। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার। আমারও সেই স্বপ্ন আছে। স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আমিও সেই অবস্থায় আছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...