টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রামের
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৪ ১৩:০৭

নট আউট ডেস্কঃ একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সোমবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক দুর্দান্ত ঢাকার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দু'দলকই জয় দিয়ে শুরু করেছে এবারের বিপিএল আসর। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম। অন্য দিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করা ঢাকার সামনে সুযোগ টেবিলের শীর্ষে উঠার।
ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। আর টস জিতে অবধারিতভাবেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের দিনের প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নেওয়া দল, জয় নিয়েই ছেড়েছে মাঠ। টস জেতা চট্টগ্রামও তাও আগে ফিল্ডিং নিতে করেনি ব্যতিক্রম।
উইনিং কম্বিনেশন ভেঙে প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে রাজধানী ঢাকার দলটি। বাদ পড়েছেন লঙ্কান তারকা ক্রসপুলে। তার পরিবর্তে বিপিএল অভিষেক হচ্ছে অজি তারকা অ্যালেক্স রোসের। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, আভিষ্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।
দুর্দান্ত ঢাকা : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চতুরাঙ্গা ডি সিলভা, উসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, অ্যালেক্স রোস।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: