টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ১৮:২৬

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য দিকে সাকিবের রংপুর রাইডার্সকে হারিয়ে আসর শুরু করা তামিমের ফরচুন বরিশালে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেয়েছে হারের স্বাদ।
জয়ের ফেরার মিশনে এবার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা। এর আগে চলমান বিপিএলে আগে টস জেতা দল নিয়েছে ফিল্ডিং, এমনকি ম্যাচ জিতেই ছেড়েছে মাঠ। সেই ধারাবাহিকতা ধরে রাখল কুমিল্লাও।
দু'দলের একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। কুমিল্লার একাদশে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। আগের ম্যাচে ঢাকার বিপক্ষে তিন বিদেশি খেলিয়েছিল কুমিল্লা। এছাড়া চমক হিসেবে কুমিল্লার একাদশে রয়েছে আলিস ইসলাম। এই দু'জন ফেরায় বাদ পড়েছে মাইদুল অঙ্কন ও মুশফিক হাসান। ফরচুন বরিশালের একাদশেও এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন রাকিবুল ইসলাম ও ইব্রাহিম জাদরান। এই দু'জনের পরিবর্তে একাদশে ফিরেছেন প্রীতম কুমার ও আব্বাস আফ্রিদি।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, প্রীতম কুমার, শোয়েব মালিক, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মোহাম্মদ রিজওয়ান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: