ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

টানা দুই হার বরিশালের, জয়ে ফিরল কুমিল্লা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২২:২৭

ফের হারল তামিমের বরিশাল। ছবি: বিসিবি ফের হারল তামিমের বরিশাল। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের সাত ম্যাচে টস জিতে সবকটি দলই আগে নিয়েছিল ফিল্ডিং। সেই সাত ম্যাচে পরে ব্যাট করা দলই অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে। অর্থাৎ টস জেতা মানেই যেন বিপিএল ম্যাচ জেতা, সেটা হয়ে দাঁড়ায় অলিখিত নিয়মে।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচেও তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাসকে। ফরচুন বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে কুমিল্লা আটকে দেয় ১৬১ রানেই। জবাবে ইমরুলের ফিফটি কুমিল্লার কাজটা করে দেয় সহজ। এরপর শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুরে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল। ইনফর্ম ব্যাটার মুশফিকুর রহিম খেলেন ৬২ রানের ইনিংস। এদিন সতীর্থ তামিম ইকবালকে টপকে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। মুশফিক ছাড়াও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। 

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ে রাখেন ইমরুল কায়েস। সাবেক কুমিল্লা অধিনায়ক এদিনও তুলে নেন ফিফটি। ইমরুলের বিদায়ের পর খানিকটা চাপেই পড়ে কুমিল্লা। জয়ের জন্য শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল ১৩ রান। খালেদ আহমেদের করা ফাইনাল ওভারের প্রথম বলে খুশদিল ফিরলেও, পরের চার বলে ১৩ রান নিয়ে দলকে আসরে প্রথম জয় উপহার দেন ম্যাথু ফ্রড।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...