জয়রথ ছুটছে খুলনার, হারল রংপুর
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৪ ১৭:৪০

নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতেই জয় পেয়েছে টস জিতে ফিল্ডিং নেয়া দলগুলো। কিন্তু, সিলেট পর্ব মাঠে গড়াতেই দেখা গেল ভিন্ন চিত্র। এই প্রথম বিপিএলে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। জয়টা এসেছে অবশ্য টেবিল টপার খুলনা টাইগার্সের কাছ থেকে। রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এনামুল বিজয়ের দল।
১৬১ রানের মাঝারি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বাবর আজমকে হারায় রংপুর। ব্যর্থতার বলয় ভাঙতে না পারা ব্র্যান্ডন কিংও ফিরে যান দ্রুত। শুরুতেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে রংপুর। এরপর শামিম পাটওয়ারি কিছুটা চাপ সামলানোর চেষ্টা করেন। কিন্তু অন্যপ্রান্তে রনি তালুকদারের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে কার্যত খুলনার হাতেই ম্যাচটা চলে যায়।
দলীয় পঞ্চাশ পার করার আগে রনি যখন ফিরলেন তখন এই ওপেনারের ব্যাট থেকে ২৫ বলে সর্বসাকুল্যে এসেছে ১৫ রান। এরপর ৩০ রান করে শামিম ফিরলে ম্যাচ থেকেই ছিটকে যায় রংপুর। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় হারের লজ্জায় পড়ে দলটি। বাকিরা অসহায় আত্নসমর্পণ করলেও লড়াইটা অবশ্য একাই করেন মোহাম্মদ নাবী। তুলে নেন হাফ সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১৩২ রানেই গুটিয়ে যায় রংপুর। আট নাম্বারে ব্যাটিংয়ে এসে সাকিব করেন মাত্র ২ রান। ২৮ রানের দুর্দান্ত জয়ে চলমান বিপিএলে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে খুলনা টাইগার্স। দলটির পক্ষে দাসুন শানাকা নেন ৪ উইকেট। মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিম নেন ২ উইকেট করে।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে খুলনা টাইগার্স। ৫ চার ও ৩ ছক্কায় মোহাম্মদ নওয়াজ করেন ৫৩ রান। ৫ চার ও ১ ছক্কায় দাসুন শানাকা করেন ৪০ রান। এভিন লুইসের ব্যাট থেকে আসে ৩৭ রান। রংপুরের পক্ষে হাসান মাহমুদ নেন ৩ উইকেট। শেখ মেহেদীর শিকার ২ উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: