টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সিলেটের
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪ ১৩:১৩

নট আউট ডেস্কঃ একদিনের বিরতি দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে দুই মেরুতে যেন অবস্থান করছে এই দুই দল। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা সিলেট এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। অন্য দিকে চার ম্যাচে তিন জয়ে টেবিলের দুইয়ে বন্দর নগরীর দলটি।
ম্যাচটি বিপিএলের এবারের আসরের ১৩তম ম্যাচ। এর আগের ১২ ম্যাচে কমন চিত্রটা ছিল একই রকম। অর্থাৎ টস জিতলে অনুমেয়ভাবেই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতো দলগুলো। এবার অবশ্য দেখা গেল ব্যতিক্রম। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট। অর্থাৎ প্রথমবার টস হেরে কোন দল আগে করবে ফিল্ডিং।
দু'দলের একাদশেই এদিন এসেছে একাধিক পরিবর্তন। স্বাগতিক সিলেট নামছে তিন পরিবর্তন নিয়ে। দলীয় ব্যর্থতায় বাদ পড়েছেন ইয়সির আলি, রিচার্ড এনগারাভা ও বেন কাটিং। তাঁদের পরিবর্তে একাদশে ফিরেছেন আরিফুল হক, হ্যারি ট্রেক্টর ও দুশান হেমান্থা। অন্য দিকে আগের ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া কার্টিস ক্যাম্ফার নেই চট্টগ্রামের একাদশে। এছাড়া বাদ পড়েছেন ইমরানুজ্জামানও। এই দু'জনের পরিবর্তে চট্টগ্রামের একাদশে ফিরেছেন সৈকত আলি ও টম ব্রুসে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবুল্লাহ জাদরান,সৈকত আলি, শুভাগত হোম (অধিনায়ক), টিম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, দুশান হেমান্থা, সামিত প্যাটেল, জাকির হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রায়ান বার্ল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, হ্যারি ট্রেক্টর।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: