টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফরচুন বরিশালের
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে মুখোমুখি হচ্ছে টেবিল টপার খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল৷ চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল বিজয়ের খুলনা। আসরে চার ম্যাচ খেলে সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে দলটি। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলা তামিমের ফরচুন বরিশাল জয় পেয়েছে দুই ম্যাচে।
সিলেট পর্বের শেষ দিনে, প্রথম ম্যাচেই মাঠে নামছে এই দুই দল। যেখানে টসে জয় লাভ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আর টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে দলটি। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
দু'দলের একাদশেই এদিন এসেছে একাধিক পরিবর্তন। ফরচুন বরিশালের একাদশে ফিরেছেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। ছুটি কাটাতে বিপিএলের মাঝপথে দুবাই গিয়েছিলেন তিনি। এছাড়া একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দল থেকে বাদ পড়েছেন দুনিথ ভেলালেগে ও প্রীতম কুমার। অন্য দিকে খুলনার একাদশে নাই এভিন লুইস ও মুকিদুল মুগ্ধ। এই দুইয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন ফাহিম আশরাফ ও পারভেজ ইমন।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: