শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ বলে হারল মুলতান
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ১১:৫৭

নট আউট ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর জুড়েই দাপট দেখায় মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস। তাতেই টানা চর্তুথবারের মতো পিএসএলের ফাইনালে উঠে দলটি। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি দলটির। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে শেষ বলে গিয়ে শিরোপা খোয়াতে হয়েছে মুলতানকে। এই নিয়ে টানা তৃতীয় বারের মতো পিএসএলের ফাইনাল হারল দলটি।
করাচিতে এদিন আগে ব্যাট করা মুলতান উসমান খানের ফিফটি ও ইফতেখাদের ঝড়ো ব্যাটিংয়ে ১৫৯ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায়। জবাবে দিতে নেমে ইসলামাবাদ ওপেনার মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে জয়টা করে পেলে সহজ। তবে শেষ দিকে ম্যাচে ফিরে মুলতান। ফাইনাল ওভারে ৮ রানের সমীকরণ শেষ বলে চার হাঁকিয়ে ইসলামাবাদকে শ্বাসরুদ্ধকর জয় এনে দেন নাসিম শাহ। এই নিয়ে তৃতীয় বারের মতো পিএসএলের শিরোপা ঘরে তোলে ইসলামাবাদ।
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: