ধোনি নয়, চেন্নাইকে নেতৃত্ব দিবেন রুতুরাজ
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ১৯:৩৩

নট আউট ডেস্কঃ রাত পোহালেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। তবে, মাঠে নামার আগে ভক্তদের মনখারাপের খবরই দিয়েছেন চেন্নাইয়ের কোটি সমর্থকের স্বপ্নসারথি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরুর প্রাক্কালে একপ্রকার অবসরই নিয়েছেন তিনি। নাহ চেন্নাইয়ের জার্সি থেকে নয়, ধোনি অবসরে যাচ্ছেন চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে।
২০০৮ সাল থেকে চেন্নাইকে নেতৃত্ব দেওয়া ধোনি এবার খেলবেন কেবল দলের একজন সদস্য হিসেবে। আইপিএল শুরুর আগেরদিন এক বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গাইকোয়াদের নাম ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। অর্থাৎ আইপিএলের ১৭তম আসরে চেন্নাইয়ের অধিনায়কত্বে দেখা যাবে রুতুরাজকে।
ধোনির আচমকা এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছে ভক্ত, সমর্থকরা। তবে, ধোনির কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা নতুন কিছু নয়। চেন্নাইকে সুরক্ষিত হাতে রাখতেই যে ধোনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালেও এমনই এক দিনে এক ফেসবুক স্ট্যাটাসেই ভারতের জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জেতা ধোনি বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকটা নিরবে।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...

আপনার মূল্যবান মতামত দিন: