কাউন্টিতে পাকিস্তানি মাসুদের প্রাপ্তির সাথে আক্ষেপ
প্রকাশিত: ২ মে ২০২২ ২০:১২

নিউজ ডেস্কঃ চলতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে একজন শান মাসুদ। বাইশ গজে ব্যাট বলের এই লড়াইয়ে দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। চার ম্যাচে ব্যক্তিগত ঝুলিতে সংগ্রহ ৭১৩ রান।
চার ম্যাচের ছয় ইনিংসে ডাবল সেঞ্চুরির সংখ্যা দুইটি। এছাড়াও হাফসেঞ্চুরি রয়েছেন তিনটি। কেবল শেষ ইনিংসেই হাফ সেঞ্চুরি পাননি তিনি। এমন দাপুটে ব্যাটিংয়েও সামান্য আক্ষেপের জন্ম নিয়েছে মাসুদের মনে। তিন রানের জন্য নতুন ভাবে লিখতে পারেননি ইতিহাস।
গত শনিবার (৩০ এপ্রিল) ৪২ রান করে আউট হয়েছেন মাসুদ। অথচ এই ইনিংসে ৪৫ রান করতে পারলেই দারুণ এক রেকর্ড নিজের নামে করে নিতে পারতেন মাসুদ।
সেই ইনিংসে আর তিন রান করতে পারলেই প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি গড়তে পারতেন মাসুদ। যদিও ফন ডার গুটেনের বলে কট বিহাইন্ড হওয়ায় এমন রেকর্ডে আর নাম লেখাতে পারলেন না তিনি।
শুধুমাত্র এপ্রিল মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিক কম্পটনের নামে। ২০১২ সালের কাউন্টি ক্রিকেটে এপ্রিল মাসে ৭১৫ রান আসে কম্পটনের ব্যাটে।
-নট আউট/এমআরএস
কাউন্টিতে পাকিস্তানি মাসুদের ডাবল শতক
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শান মাসুদ।

মাইনর কাউন্টিতে সেঞ্চুরি করলেন আশরাফুল
কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে সে়ঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল

রিজওয়ানের বল দেখে অবসরের চিন্তা আফ্রিদির!
পাকিস্তান ক্রিকেটে বর্তমানে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি৷ ইতিমধ্...

আপনার মূল্যবান মতামত দিন: