রিজওয়ানের বল দেখে অবসরের চিন্তা আফ্রিদির!
প্রকাশিত: ৪ মে ২০২২ ০৩:৩৭

নট আউট ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে বর্তমানে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি৷ ইতিমধ্যে রিজওয়ান হয়েছেন বর্ষসেরা টি টুয়েন্টি ক্রিকেটার এবং আফ্রিদি লাভ করেছেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব৷ একজন ব্যাট হাতে বোলারদের জন্য যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি আরেকজন বল হাতে৷
চলতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করেছেন বেশ কয়েকজন পাক ক্রিকেটার৷ তাদের মধ্যে রয়েছেন রিজওয়ান ও আফ্রিদি৷
সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার দলটির হয়ে করেছেন বোলিংও।
টুইটে এক ভিডিও দিয়ে সাসেক্স লিখেছে, ‘সে (মোহাম্মদ রিজওয়ান) সবই করতে পারে।’
টুইটারে এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। একটু মজা করে লিখেছেন আমি কি অবসর নিয়ে নিবো?
শাহীন শাহ লিখেন, ‘রিজি ভাই, আমি কি এখন অবসর নিয়ে নিবো? আপনি এটা কি করছেন? আমাদের জন্যও কিছু ছেড়ে দেন!
-নট আউট/এমআরএস
কাউন্টিতে পাকিস্তানি মাসুদের ডাবল শতক
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শান মাসুদ।

মাইনর কাউন্টিতে সেঞ্চুরি করলেন আশরাফুল
কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে সে়ঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল

রিজওয়ানের বল দেখে অবসরের চিন্তা আফ্রিদির!
পাকিস্তান ক্রিকেটে বর্তমানে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি৷ ইতিমধ্...

আপনার মূল্যবান মতামত দিন: