কাউন্টি ক্রিকেটে ছয়ের গড়লেন স্টোকস
প্রকাশিত: ৭ মে ২০২২ ০৭:১৪

নট আউট ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেটের বর্তমান টেস্ট নেতা বেন স্টোকস৷ মানসিক অবসাদ কাটাতে মাস কয়েক পূর্বে অনির্দিষ্টকালের জন্য বিদায় বলেছিলেন সব ধরনের ক্রিকেটকে৷ ফিরে এসে পড়েছিলেন ইনজুরিতে৷ এরপর নতুন দায়িত্ব নিতে হয়েছে জো রুটের পদত্যাগের কারনে৷ নিজেকে গুছিয়ে নিতে নেমেছিলেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে৷
স্টোকস যখন ফিরলেন তখন ব্যাট হাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটাও করে নিলেন নিজের দখলে৷
এতোদিন এক ইনিংসে সর্বোচ্চ ১৬ টি করে ছক্কা হাঁকিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং গ্রাহাম নেপিয়ার৷ এক ওভারে ৫ ছয়ের সাথে মোট ১৭ ছয়ে স্টোকস এখন সবার উপরে৷ শেষ পর্যন্ত ৮৮ বলে ১৬১ রান করে থামেন বেন স্টোকস। পুরো ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১৮২ দশমিক ৯৫।
ছয় বলে ছক্কা হাঁকাতে না পারলেও পঞ্চম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন স্টোকস। এর আগে এই কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স (১৯৬৮), রবি শাস্ত্রী (১৯৮৫), ফ্রাঙ্ক হেইস (১৯৭৭) এবং খালিদ মাহমুদ (২০০০)। এর মধ্যে গ্যারি সোবার্স এবং রবি শাস্ত্রী ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন ৷
নট আউট/এমআরএস
কাউন্টিতে পাকিস্তানি মাসুদের ডাবল শতক
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শান মাসুদ।

মাইনর কাউন্টিতে সেঞ্চুরি করলেন আশরাফুল
কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে সে়ঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল

রিজওয়ানের বল দেখে অবসরের চিন্তা আফ্রিদির!
পাকিস্তান ক্রিকেটে বর্তমানে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি৷ ইতিমধ্...

আপনার মূল্যবান মতামত দিন: