ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

৬ বছর আগের সুখস্মৃতি নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৫:১৫

বাংলাদেশ-পাকিস্তান। ফাইল ছবি বাংলাদেশ-পাকিস্তান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যান।

 

বাংলাদেশ ও পাকিস্তান এর আগে মুখোমুখি হয়েছে ১৫বার। যার প্রথমটি ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ও শেষটি ২২ নভেম্বর ২০২১। 

 

জয়ের পরিসংখ্যানে অনেক এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের ২ জয়ের বিপরীতে দলটি জয় ১৩ ম্যাচ। শেষ পাঁচ ম্যাচের প্রায় প্রতিটিতেই বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় দুটি এসেছিল ২০১৫ ও ২০১৬ সালে। অর্থাৎ প্রায় ৬ বছর আগের জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল বাবর আজমদের দলকে মোকাবেলা করবে সাকিব বাহিনী। 

বাংলাদেশ স্কোয়াডঃ বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

 

পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদির, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...