ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আঙুলের চোটে ত্রিদেশীয় সিরিজ শেষ মিচেলের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ০২:০৯

ডান হাতের আঙুলে চিড় ধরেছে ড্যারিল মিচেলের। ফাইল ছবি ডান হাতের আঙুলে চিড় ধরেছে ড্যারিল মিচেলের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শুক্রবার হ্যাগলি ওভালে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে তিন জাতির টুর্নামেন্টে। যেখানে আগামীকাল (শনিবার) মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড, প্রতিপক্ষ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। অনুশীলনে আঙুলে চোট পেয়ে ত্রিদেশীয় এই সিরিজ থেকে ছিটকে গেছেন ড্যারিল মিচেল। 

লিংকনে আজ (শুক্রবার) দলীয় অনুশীলনের সময় ডান হাতের আঙুল চোট পান ইনফর্ম কিউই তারকা ড্যারিল মিচেল। এক্স-রে করার পর ধরা পড়েছে ফ্র্যাকচার।

তাতেই চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ব্ল্যাকক্যাপস ফিজিও থিও কাপাকৌলাকিস জানিয়েছেন সুস্থ হতে অন্তত দুই সপ্তাহেরও বেশি সময় মিচেলকে থাকতে হবে মাঠের বাইরে। তাই শঙ্কা জেগেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই তারকা ব্যাটারের সার্ভিস পাওয়া নিয়েও। 

এদিকে কিউইদের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন,‘ বিশ্বকাপ শুরুর আগে চোট পাওয়া ড্যারিলের (মিচেল) জন্য সত্যিই হতাশাজনক। ড্যারিল আমাদের টি-টোয়েন্টি ইউনিটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। ত্রিদেশীয় সিরিজে আমরা অবশ্যই তার অলরাউন্ডার নৈপুণ্য মিস করতে যাচ্ছি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...