ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ০৪:২৪

বাবর আজম। ছবি সংগৃহীত বাবর আজম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। শনিবার (০৮ অক্টোবর) স্বাগতিক নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো বাবর আজমের দল। 

 

প্রথম ম্যাচে পাক অধিনায়ক বাবর আজম খুব ভালো কিছু করতে না পারলেও কিউদের বিপক্ষে দলের জয় নিশ্চিত করে ছেড়েছে মাঠ। ব্যাট হাতে খেলেছেন ৫৩ বলে ৭৯ রানের ইনিংস। 

 

প্রথমে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ওভারে তুলতে পারে মাত্র ১৪৭ রান। ১৪৮ রানের লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। পাওয়ার প্লেতে সাঝঘরে ফিরেন মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ। এরপর ডেপুটি সাদাব খানকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান বাবর আজম। ব্যক্তিগত ৩৪ রানে সাদাব থামলেও থামেননি বাবর। 

সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় হারিসের শিকার ২ উইকেট। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০ রানে নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুই উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৪ রান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...