সাকিবের ফেরার দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ২১:৪৯

নট আউট ডেস্কঃ ভ্রমণ ক্লান্তি এড়াতে পাকিস্তান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুমেয়ভাবেই দলে ফিরেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক। সাকিবের ফেরার দিনে অবশ্য বাংলাদেশও হেরেছে টস। আর টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। ফিরেছেন শরিফুল ইসলাম।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন, সেটা আগে থেকে অনুমেয় ছিল। হয়েছেও তাই৷ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফেরায়, বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন সাব্বির রহমানও। তার পরিবর্তে টাইগার একাদশে ফিরেছেন নাজমুল শান্ত।
অন্যদিকে দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন। পাকিস্তান ম্যাচেও এই পেসার বোলিংয়ে ডুবিয়েছিলেন দলকে। তাই দল থেকে তাঁর বাদ পড়াটা ছিল আবশ্যক। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচেই বাদ পড়তে হয়েছে তাকে। মুস্তাফিজ বাদ পড়ায় দলে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, ইয়াসির আলী রাব্বী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
-2022-10-14-11-13-15.jpeg)
রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’
রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...

আপনার মূল্যবান মতামত দিন: