ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ব্যাটে-বলে ম্লান, টাইগারদের টানা দ্বিতীয় হার

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০১:৩৯

কনওয়ের ব্যাটে কিউইদের পরীক্ষা ফেলতে পারেনি টাইগার বোলাররা। গেটি ইমেজ কনওয়ের ব্যাটে কিউইদের পরীক্ষা ফেলতে পারেনি টাইগার বোলাররা। গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেল বাংলাদেশ দল। পাকিস্তানের পর রোববার ক্রাইস্টচোর্চে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। ত্রিদেশীয় সিরিজে এখন জয়শূন্য দল শুধু বাংলাদেশ। পাকিস্তান দুটি ও নিউজিল্যান্ড একটি জয় পেল।

আগামী ১২ অক্টোবর আবারও ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওই ম্যাচে হেরে গেলে ফাইনালে উঠা হবে না টাইগারদের।

রোববার হ্যাগলি ওভালে স্বাগতিকদের সঙ্গে আসলে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ দল। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৩৭ রানের পুঁজি গড়েছিল। যা এই উইকেটের জন্য যথেষ্ট স্কোর নয়।

নাজমুল শান্ত ৩৩ রান করেন ২৯ বলে। সাব্বিরের জায়গায় সুযোগ পেয়ে তিনি কিছুটা রান পেয়েছেন বটে, তবে সেটা ফরম্যাটের সঙ্গে মানানসই নয়। লিটন দাস ১৫, আফিফ ২৪, সাকিব ১৬ রান করেন। সাত নম্বরে অধিনায়কের নামাটাও বিস্ময়কর ছিল। শেষ দিকে সোহানের ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বোল্ট, সাউদি, ব্রেসওয়েল, ইশ সোধি ২টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেয়া টার্গেট পাড়ি দিতে খুব বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের। স্বাগতিকরা ১৩ বল আগেই ২ উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ জিতে গেছে। ডেভন কনওয়ে একপ্রান্ত আগলে ৫১ বলে অপরাজিত ৭০ রান করেছেন। কেন উইলিয়ামসন ৩০, ফিন অ্যালেন ১৬, গ্লেন ফিলিপস অপরাজিত ২৩ রান করেন। বাংলাদেশের শরীফুল ও হাসান মাহমুদ ১টি করে উইকেট পান। ১৪ রানে ২ উইকেট নিয়ে মাইকেল ব্রেসওয়েল ম্যাচসেরার পুরস্কার পান।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...