ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৭:৪৮

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: টুইটার টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি দু'দলের জন্যই হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার। এমন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শেষ ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তানের কাছে হেরেই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে সিরিজ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রতি ম্যাচেই বাংলাদেশ চালিয়েছে দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা। শেষ ম্যাচেও অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই ম্যাচ খেলেই বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় উড়াল দিবেন সাকিবরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (বৃহস্পতিবার) ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ৮টায়। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত ও এবাদত হোসেন। তাঁদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে দলে ফেরা হয়নি সাব্বির রহমান-মুস্তাফিজুর রহমানদের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সাকিব আল হাসান (অধিনায়ক) নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...