ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাবর-রিজওয়ানের পরামর্শ নিলেন লিটন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০২:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: হাল সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটন দাস। তিন ফরম্যাটেই দলের ভরসা তিনি।


বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানও বর্তমান সময়ে পাকিস্তানের ব্যাটিং লাইনের মূল জ্বালানি। একই সঙ্গে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে তারা।


বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষেও ৪২ বলে ৬৯ রান করেছেন লিটন। বাবর-রিজওয়ানও শতরানের জুটি গড়েছেন। তাদরে ব্যাটেই জয়ের ভিত পেয়েছিল পাকিস্তান।
ম্যাচ শেষে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে কথা বলতে দেখা গেছে লিটনকে। সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।


পিসিবির ‘লার্নিং নেভার স্টপস’ শিরোনামের ভিডিওতে দেখা যায় লিটনকে বাবর বলছিলেন, ‘যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে। না চাইতেও তোমার মাঝে দ্বিধা চলে আসেই, ভালো করতে থাকলেও। কেউ একজন কোন কথা বলে দিল, সেটা শুনলে সমস্যা।’
ব্যাট হাতে মুগ্ধতা ছড়ানো লিটনকে রিজওয়ান বলেছেন, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে। খেলায় শূন্য হবে, ১০ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিংরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে অনেকে এমন হবে যারা সাকিবের মত মানসিকভাবে শক্ত।’


খারাপ সময়ে ব্যাটিং নিয়ে কি করেন? লিটনের এমন প্রশ্নে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেল। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারব, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারব না। যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...